রিপোর্ট: মো: রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ টোলঘর এলাকাকে আনুষ্ঠানিকভাবে “সাত রাস্তার মোড়” নামে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে মহানন্দা সেতুর টোলঘর এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে এ নামকরণ ঘোষণা করা হয়।
ঘোষণাকালে উপস্থিত ছিলেন নতুন ঘোষিত সাত রাস্তার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু জার গিফারী, পৌরসভার ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুল লতিফ, ফুলকুড়ি ইসলামিক একাডেমির সিনিয়র শিক্ষক মাইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, ইউসুফ আলী, গোলাম কবির, আলহাজ্ব হোসেন আলি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত সড়ক সেতুটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা। এই সেতুকে কেন্দ্র করে আশপাশের সাতটি রাস্তা যুক্ত হয়েছে, যা শহরের বিভিন্ন দিকের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মধ্যে এই মোড়কে একটি বিশেষ নামে চিহ্নিত করার দাবি ছিল। অবশেষে সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই মোড়কে “সাত রাস্তার মোড়” নাম দেয়া হলো।
নামকরণ উপলক্ষে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, নতুন এই নাম ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি পরিচিত স্থানের মর্যাদা পাবে এবং শহরের উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।