October 17, 2025, 8:04 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

বিএমএ-তে শপথ নিলেন ১৫৫ ক্যাডেট, শুরু নতুন দায়িত্বের পথচলা

মিরাজ হুসেন প্লাবন

সংবাদ বিস্তারিত:
চট্টগ্রামের ভাটিয়ারস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে আজ বুধবার (২৮ মে ২০২৫) অনুষ্ঠিত হলো ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন এবং কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি বলেন, “শপথ গ্রহণের মাধ্যমে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের উপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব অর্পিত হলো।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, সেনাবাহিনী ভবিষ্যতে আরও পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে উঠবে।

দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। এর মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা। কমিশনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪ জন ফিলিস্তিনি অফিসার, যারা নিজ দেশে ফিরে তাদের বাহিনীতে যোগদান করবেন।

অনুষ্ঠানে বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ লাভ করেন কোম্পানি সিনিয়র অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ মাসুম। বিদেশি ক্যাডেটদের মধ্যে ফিলিস্তিনের সার্জেন্ট মোহাম্মদ ইস ‘বিএমএ ট্রফি অফ এক্সিলেন্স’ লাভ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন অফিসাররা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা ও পিতা-মাতাগণ নবীন অফিসারদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার, বিএমএর কমান্ড্যান্টসহ দেশি-বিদেশি সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সদ্য কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবক এবং গণমাধ্যম কর্মীরা।
এটি ছিল একটি বর্ণাঢ্য, গৌরবময় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ এক স্মরণীয় আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন