July 31, 2025, 9:10 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

মুন্সিগঞ্জে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫৩ শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদ্দিনের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল ইমরান।

উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে দখল করে রাখা দোকানঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। অভিযানে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের ৫৩ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করা হয়।

অভিযানে লৌহজং থানা পুলিশ ও উপজেলা আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে এক শ্রেণির লোক সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলেছিল। এ ধরনের দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দখলমুক্ত জায়গায় ভবিষ্যতে একটি ঈদগাহ নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল ইমরান বলেন, “সরকারি জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী প্রতিটি দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন