October 16, 2025, 11:38 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

রূপপুরে সঞ্চালন লাইন চালু জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ!

মিরাজ হুসেন প্লাবন

সংবাদ প্রতিবেদন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে কেন্দ্রটি উৎপাদনে গেলে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সংযুক্তির প্রস্তুতি সম্পন্ন হলো।

সোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) পিএলসি জানিয়েছে,

“রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালুর মাধ্যমে জাতীয় গ্রিডে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।”

এই ১৫৮ কিলোমিটার দীর্ঘ লাইনের মাধ্যমে গোপালগঞ্জ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাবে। ৪১৪টি সঞ্চালন টাওয়ার রয়েছে এই লাইনে।

এর আগে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতির অংশ হিসেবে আরও দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইন চালু করা হয়—

২০২২ সালের ৩০ জুন: রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন

২০২৪ সালের ৩০ এপ্রিল: রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন

রূপপুর-গোপালগঞ্জ লাইনের সফল চালু হওয়ার মাধ্যমে এখন মোট তিনটি সঞ্চালন লাইন প্রস্তুত, যার প্রতিটির বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ২ হাজার মেগাওয়াট।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতে পারমাণবিক যুগের পূর্ণাঙ্গ সূচনা আরও এক ধাপ এগিয়ে গেল। বিদ্যুৎ উৎপাদন শুরুর সঙ্গে সঙ্গে এই লাইনগুলো ব্যবহার করে রূপপুর কেন্দ্রের বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।

—প্রস্তুত: মিরাজ হুসেন প্লাবন
স্টাফ রিপোর্টার, আগামী সকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন