July 31, 2025, 9:00 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

ভোক্তা অধিকার লঙ্ঘনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মিরাজ হুসেন প্লাবন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল গরুর হাটে নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং টোল তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। অভিযানে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা প্রশাসনকে সহায়তা করেন।

হাটের ইজারাদারের প্রতিনিধিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোরবানির পশুর এই হাটে গরু প্রতি ক্রেতার নিকট থেকে ৮০০ টাকা ও বিক্রেতার নিকট থেকে ২০০ টাকা, এবং ছাগলের ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৪০০ টাকা করে অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছিল। অথচ নির্ধারিত টোল হার তার চেয়ে অনেক কম। এ ছাড়াও হাটে কোথাও টোলের তালিকা টাঙানো ছিল না, ফলে সাধারণ ক্রেতা-বিক্রেতারা বিভ্রান্ত হচ্ছিলেন।

অভিযানে উপস্থিত ইউএনও মো. তাইফুর রহমান বলেন, “টোলের নির্ধারিত তালিকা না থাকলে সাধারণ মানুষ প্রকৃত হার জানেন না। এটি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। এমন অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোতে যেন কেউ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

উল্লেখ্য, কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে এবং নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন