October 17, 2025, 8:57 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

রাজবাড়ীতে নবী করিম (সা.)-কে কটুক্তিতে চিকিৎসককে গণধোলাই

মিরাজ হুসেন প্লাবন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী — মোঃ জাহিদুর রহিম মোল্লা:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে স্থানীয় জনতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার (অবসরপ্রাপ্ত) ডা. আহম্মদ আলীকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই চিকিৎসককে উদ্ধার করে।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের কাছাকাছি এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ডা. আহম্মদ আলী রবিবার সকালে বেরুলী বাজারের একটি চায়ের দোকানে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ বিষয় দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে গণধোলাই দেয়।

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা খোন্দকার মনির আজম মুন্নু বলেন, “নবী করিম (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার খবর ছড়িয়ে পড়লে জনতা তাকে মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় নেতাদের সহযোগিতায় তাকে ও তার ছেলেকে রাজবাড়ীতে নিরাপদে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”

বালিয়াকান্দি থানার অফিসার মোঃ জামাল উদ্দিন বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ডা. আহম্মদ আলীকে জনতার হাত থেকে রক্ষা করে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন