July 15, 2025, 9:49 am
শিরোনাম :
“চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হৃদয় হত্যার রহস্য উদঘাটন: জুয়া, প্রতারণা ও নির্মম শ্বাসরোধ মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথেই থেমে গেল তিন শিশুর জীবন ভাড়াটে লোক এনে জমি দখলের চেষ্টা, এবার রাতের আঁধারে সন্ত্রাসী হামলা হেলমেট না থাকলে মাথা উড়েই যেত-চাঁদার দাবিতে চাপাতির কোপ রাজবাড়ীর ইয়াবা সম্রাট ইসহাক গ্রেফতার, ৪৫০ পিস ইয়াবাসহ বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন এফবিসিসিআই নির্বাচন: আতিকুর রহমানের পক্ষে গণজোয়ার শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ ১৫ বছর ধরে চালিয়ে গেছেন প্রতারণা -অবশেষে পুলিশের জালে ধরা

রাজবাড়ীতে নবী করিম (সা.)-কে কটুক্তিতে চিকিৎসককে গণধোলাই

মিরাজ হুসেন প্লাবন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী — মোঃ জাহিদুর রহিম মোল্লা:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে স্থানীয় জনতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার (অবসরপ্রাপ্ত) ডা. আহম্মদ আলীকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই চিকিৎসককে উদ্ধার করে।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের কাছাকাছি এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ডা. আহম্মদ আলী রবিবার সকালে বেরুলী বাজারের একটি চায়ের দোকানে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ বিষয় দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে গণধোলাই দেয়।

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা খোন্দকার মনির আজম মুন্নু বলেন, “নবী করিম (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার খবর ছড়িয়ে পড়লে জনতা তাকে মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় নেতাদের সহযোগিতায় তাকে ও তার ছেলেকে রাজবাড়ীতে নিরাপদে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”

বালিয়াকান্দি থানার অফিসার মোঃ জামাল উদ্দিন বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ডা. আহম্মদ আলীকে জনতার হাত থেকে রক্ষা করে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন