মোঃ রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপির অধীনস্থ খাকসাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নায়েব সুবেদার মো. খলিলুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১০/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা মোবাইলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা মোবাইল ফোনগুলোর বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত মোবাইলগুলো চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, “বিজিবি সীমান্ত রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সবসময় তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, এই এলাকায় চোরাচালান একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিজিবির সফল অভিযান তাদের মাঝে স্বস্তি এনেছে এবং তারা নিয়মিত এমন উদ্যোগ কামনা করেন।