সংবাদ প্রতিবেদন:
আসন্ন ৫ আগস্ট দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মরণে এ ছুটি ঘোষণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন উপদেষ্টা ফারুকী। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
উপদেষ্টা ফারুকী জানান, ১ জুলাই থেকে শুরু হবে একটি ধারাবাহিক কর্মসূচি, যার চূড়ান্ত পর্ব হবে ৫ আগস্ট। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে, যা চলবে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। এ কর্মসূচির লক্ষ্য হলো “গণজাগরণ ও ঐক্যের অনুভূতি আবার ফিরিয়ে আনা এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে গণঐক্যের এক উজ্জ্বল অধ্যায়। সেই সময় দেশের সব মানুষ একসঙ্গে পথে নেমেছিল, যা নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা দিয়েছিল। সেই চেতনা আবার জাগিয়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন।”
জুলাই মাসের বিস্তারিত কর্মসূচি আগামী ২৩ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণা করা হবে বলে জানান তিনি।