সংবাদ প্রতিবেদন:
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে ড্রেজারের শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে বুধবার সকাল ১০টার দিকে তীব্র সংঘর্ষ ঘটে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন এবং একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে মো. মোস্তফা (৫৫) নামে একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ইজারা পাওয়া বালুমহালের শ্রমিকরা সরকারি অনুমোদিত সীমানার বাইরে গিয়ে চর আব্দুল্লাহ এলাকার তীরবর্তী বসতভিটা ও ফসলি জমির কাছে অবৈধ বালু উত্তোলন করছেন। এতে ওই অঞ্চলে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসী বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে।
চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা মো. নুরে আলম সাগর বলেন,
“আমাদের চার একর জমি এখানে রয়েছে। বালু উত্তোলন চললে জমি ও বসতভিটা ভাঙার ভয় রয়েছে। তাই বাধা দিয়েছি।”
অন্যদিকে, বালুমহালের ইজারাদার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান মনির দাবি করেন,
“আমরা প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যে তিন দিন ধরে কাজ করছি। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় কিছু লোক অস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে এবং ড্রেজারে আগুন দিয়েছে।”
চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান,
“গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে হামলা চালিয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।