সুধী সমাবেশে ছাত্র আন্দোলনকারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি
রংপুর, ২৬ অক্টোবর – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সুধী সমাবেশে পুলিশি নিপীড়নের শিকার তার সহযোদ্ধার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে আমার সহযোদ্ধাকে হত্যা করেছে, তাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু বদলি নয়, বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “যদি কঠোর শাস্তি নিশ্চিত করা না হয়, তবে যে স্বপ্নের বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করছি, সেই বাংলাদেশে ভবিষ্যতে আরও বৃহৎ অভ্যুত্থান এবং রক্তপাতের আশঙ্কা রয়েছে।”
সারজিস আলম জুলাই মাসের আন্দোলন পরবর্তী পুলিশের ইমেজ সংকট নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “কিছু পুলিশ সদস্য এখনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করছেন এবং মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানির মাধ্যমে লাভবান হচ্ছেন। কেউ কেউ নিরব দর্শকের ভূমিকা পালন করছেন, আবার কেউ নিজেদের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট কাজ করে যাচ্ছেন।”
ছাত্র আন্দোলনের এই নেতা অভিযোগ করেন, শুধুমাত্র বদলি কোনো অপরাধের যথার্থ শাস্তি হতে পারে না। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি নির্বাচনে যারা আওয়ামী লীগের সাথে থেকে ভোটে অংশ নিয়েছেন, তারা আসলে ফ্যাসিবাদের সহযোদ্ধা। তিনি আরও জানান, “আমরা এমন একটি বাংলাদেশ চাই না যেখানে একটি দল ক্ষমতায় এসে অন্য দলকে শোষণ করবে। আমাদের স্বাধীনতা ছাত্র-জনতার রক্তে অর্জিত হয়েছে এবং সেই স্বাধীনতার পথে কোনো বাধা মানা হবে না।”
এর আগে শনিবার সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।