ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শেখ পরিবারের সদস্য এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনে এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ গুলশান-২ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে এবং বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়। জব্দকৃতদের মধ্যে হাসানাত আবদুল্লাহ, তার প্রয়াত স্ত্রী সাহান আরা আবদুল্লাহ, এবং তাদের তিন ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (বরিশাল সিটির সাবেক মেয়র), ও সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ রয়েছেন। এছাড়াও, সাদিক আব্দুল্লাহর স্ত্রী লিপি আবদুল্লাহ ও তাদের পরিবারের সদস্য ফিরোজা সুলতানার ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক এ গ্রেপ্তার এবং ব্যাংক হিসাব স্থগিতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।