July 7, 2025, 6:01 pm

এইচএসসি কেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ যুবক আটক

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরের রামপাল কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনার জেরে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর গুলির ঘটনা। ১৪৪ ধারা ভঙ্গ করে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে রামপাল কলেজের মূল ফটকের সামনে। আটক যুবকের নাম সাব্বির হোসেন দীপু (৩০)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা গ্রামের আবুল কালামের ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করেন।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক জানান,

“পরীক্ষা শেষ হওয়ার সময়ে রামপাল কলেজের সামনে একটি প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দীপু প্রাইভেটকার থেকে নেমে গালাগাল শুরু করেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে পিস্তল বের করে গুলি ছোড়েন। তখনই পুলিশ ও জনতা মিলে তাকে ঘটনাস্থলেই আটক করে।”

তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন