জুনেদ আহমদ রুনু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক শহরে গাইনি চিকিৎসক সংকটকে ঘিরে গড়ে ওঠা প্রভাবশালী ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার ‘নীপা ফার্মেসি’-তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন।
‘মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২’-এর সেকশন ১৩(২) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. ফাতেমাতুজ জোহরা সপ্তাহে তিনদিন ওই ফার্মেসিতে রোগী দেখেন। এ সময় রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয় এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”