মোঃ সামিন ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসার নামে চলছে চরম দুর্ভোগ। হাসপাতালে চিকিৎসা পেতে হলে রোগীদের ডাক্তারের পিয়ন ও ওয়ার্ডবয়ের হাতে ঘুষ দিতে হচ্ছে।
ঘুষ ছাড়া চিকিৎসা মিলছে না:
রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে হলে টাকা দিতে হয় পিয়ন ও ওয়ার্ডবয়দের। টাকা না দিলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বা যথাযথ সেবা পাওয়া যায় না।
প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগ:
এছাড়া বড় কোনো জটিলতা দেখা দিলে রোগীদের ইচ্ছাকৃতভাবে প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়, যেখানে ডাক্তারদের মোটা অংকের ভিজিট দিতে বাধ্য হন রোগীরা।
স্থানীয়দের দাবি:
অবিলম্বে এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।