রিপোর্ট: এস কে সামিউল ইসলাম.
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলার সকল থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিল খান।
মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এখন থেকে জেলার প্রতিটি থানায় অনলাইনে সব ধরনের জিডি করা যাবে। এ সেবা গ্রহণ করতে আগ্রহীদের প্রথমে অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তারা যেকোনো বিষয়ে জিডি করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা।