October 17, 2025, 10:57 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

“আপিল বিভাগে স্থগিত রানা প্লাজার মালিকের জামিন”

Reporter Name

সাভারে রানা প্লাজা ধসে ১,১৩৪ জনের প্রাণহানির ঘটনায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (২৮ অক্টোবর) জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া সোহেল রানার জামিন স্থগিত করেন। একইসঙ্গে হাইকোর্টকে দুই মাসের মধ্যে রানার জামিন বিষয়ে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।

এর আগে ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন এবং তাঁর নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেন। তবে ২ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই জামিন স্থগিত করেন। সবশেষ সোমবার সোহেল রানার পক্ষে অ্যাডভোকেট শিশির মনির আদালতে জামিন শুনানি করেন।

এদিকে, গত ১৫ জানুয়ারি আপিল বিভাগ মামলাটির বিচারকাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। তবে নির্দেশনার পর প্রায় নয় মাস পার হলেও এখনো বিচারকাজ শেষ হয়নি। আদেশে বলা হয়েছিল, নির্ধারিত সময়ে বিচারকাজ শেষ না হলে সোহেল রানা পুনরায় জামিন আবেদন করলে আদালতকে তা বিবেচনা করতে হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে দেশের ইতিহাসের অন্যতম বড় শিল্প দুর্ঘটনা ঘটে। এতে পাঁচ হাজারের মতো পোশাক শ্রমিক ভবনের নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয় এবং ১,১৬৯ জন পঙ্গুত্ব বরণ করেন।

এর আগে, ২৩ এপ্রিল ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দেওয়ার পর বিজিএমইএ কর্তৃপক্ষ গার্মেন্ট মালিকদের ভবন পরীক্ষা না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দেয়। তবে গার্মেন্ট মালিকরা এবং সোহেল রানা পরদিন শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেন, যার পরিণতিতে রানা প্লাজা ধসে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন