শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ২১ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে স্থলবন্দর এলাকার ৩ নম্বর সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। এর আগে সন্ধ্যায় তাদের সীমান্তে আনা হয় বলে সূত্রে জানা গেছে। তবে কৌশলগত কারণে বিজিবি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
নির্ভরযোগ্য সূত্র জানায়, পুশ-ইন হওয়া সবাই মিয়ানমারের নাগরিক। ২০১৬ সাল পর্যন্ত তারা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ছিল। ২০১৭ সালে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে দিনমজুরের কাজ করছিলেন। সম্প্রতি বিষয়টি ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের ডালু সীমান্তের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে রাত সোয়া ১২টার দিকে নাকুগাঁও স্থলবন্দরের সীমান্ত পিলার ১৪১৫-এর মাঝামাঝি ৩ নম্বর গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় হাতিপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।