August 7, 2025, 3:04 pm
শিরোনাম :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নারীসহ ৬ আসামী গ্রেফতার চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও রক্তদান উদ্বুদ্ধকরণ সভা হবিগঞ্জে মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র মোফাজ্জলের মর্মান্তিক মৃত্যু মেহেরপুর সীমান্তে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার বরগুনায় নৌবাহিনীর হঠাৎ অভিযান, ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক মুন্সিগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, জনতার গণপিটুনি জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবিগঞ্জের মাধবপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১, রাজবাড়ীতে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বরগুনায় নৌবাহিনীর হঠাৎ অভিযান, ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

এইচ বি সুমন আলী

তালতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার কেন্দ্রীয় বাজারসংলগ্ন মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—বরগুনার পরীর খাল গ্রামের শাহজালালের পুত্র বিল্লাল (২৯) এবং ঢাকার মুগদা এলাকার মজিদ হাওলাদারের কন্যা রহিমা বেগম (৫০)।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে তালতলী বাজার এলাকায় মাদক বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন অপরিচিত ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে আনুমানিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারচক্রের সদস্য এবং বরগুনা ও ঢাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি তালতলী উপজেলায় বহিরাগত মাদক ব্যবসায়ীদের আনাগোনা বাড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তবে নৌবাহিনীর এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে।

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন,

“নৌবাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযান অত্যন্ত সফল হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, গত মাসেও বাংলাদেশ নৌবাহিনী ১০ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে। ফলে তালতলীতে মাদক নির্মূলে নৌবাহিনীর সক্রিয়তা ব্যাপক প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন