সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, জুনেদ আহমদ রুনু:
সুনামগঞ্জের ছাতক জাহিদপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানে চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকালে উপজেলার দোলার বাজারে মা নেহার কমিটির সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক গঠন।
দোলার বাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে এবং বিট পুলিশ সদস্য সওারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সার্কেল সিনিয়র পুলিশ সুপার আব্দুল কাদের। তিনি বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে একসাথে কাজ করলে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব।” তিনি এলাকাবাসীকে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, যিনি বলেন, “প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে কাজ করা হবে।”
অন্যান্য বক্তব্য রাখেন জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ, এসআই মঞ্জুর, এএসআই সাইফুল, জালালাবাদ থানা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান রুহেল, বিএনপি নেতা ছায়েদ আহমদ, ছাদিকুর রহমান, আনোয়ার হোসেন, মুশফিকুর রহমান, কাজী আসকির আলী, ওসমান, কিবরিয়া, জামাত নেতা জাবেদ আহমেদ, রাহাত আহমদ, সেলিম আহমদ প্রমুখ।
সমাবেশে বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণও উপস্থিত ছিলেন।