August 7, 2025, 4:37 pm
শিরোনাম :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নারীসহ ৬ আসামী গ্রেফতার চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও রক্তদান উদ্বুদ্ধকরণ সভা হবিগঞ্জে মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র মোফাজ্জলের মর্মান্তিক মৃত্যু মেহেরপুর সীমান্তে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার বরগুনায় নৌবাহিনীর হঠাৎ অভিযান, ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক মুন্সিগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, জনতার গণপিটুনি জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবিগঞ্জের মাধবপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১, রাজবাড়ীতে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নারীসহ ৬ আসামী গ্রেফতার

জুনেদ আহমেদ রুনু

জুনেদ আহমদ রুনু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক মামলায় ৬ জন আসামীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার এসআই মো. সিকান্দার আলী, এসআই আব্দুল লতিফ, এএসআই সাহাব উদ্দিন, এএসআই তোয়াহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:

মো. আব্দুল মজিদ তালুকদার ও তার স্ত্রী সেলিনা বেগম – নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা (নং ২০৯/২৫) এর আসামী, গ্রাম: লক্ষীবাউর, ইউনিয়ন: নোয়ারাই।

জয়নাল আবেদীন – জি.আর. মামলা (১৯২/১৪), গ্রামের বাড়ি: পালপুর, ইউনিয়ন: দোলার বাজার।

মোহাম্মদ আলী ফুয়াদ – সি.আর. মামলা (৫৩০/২৪), গ্রাম: মুক্তারপুর-লক্ষীপাশা, ইউনিয়ন: দোলার বাজার।

মো. রনি আহমদ – ছাতক থানার মামলা (নং ৫(৮)২০২৫), ধারা: ৩৭৯/৪১১ পেনাল কোড, বাড়ি: সোবহানীঘাট, সিলেট কোতোয়ালি থানা।

মো. আলী হোসেন – ছাতক থানার মামলা নং ৩৩, তারিখ: ২৪.০৭.২০২৫, গ্রাম: বড় বিহাই।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন