সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:
সিলেটের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি বালুবোঝাই নৌকা আটক করেছে পুলিশ।
গত ১৫ আগস্ট ভোররাত ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ কার্যকলাপ দমনে নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।