তালতলীতে ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ছোট বগী ইউনিয়নের ঠাকুরপাড়া কাঠবাজারের পূর্ব পাশে বটতলার পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঠাকুরপাড়া এলাকার ওয়াজেদ আলী সিকদারের পুত্র জলিল সিকদার (৪৫), যার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়; ফারুক সিকদারের পুত্র মো. শাকিল সিকদার (২৭), যার কাছ থেকে ৫ পিস ইয়াবা পাওয়া যায়; এবং মধু হাওলাদার ওরফে মধু ফিটারের পুত্র মো. সোহেল হাওলাদার (২৩), যার কাছ থেকেও ৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এই এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে। তারা আশা করছেন, পুলিশের নিয়মিত অভিযান এ এলাকাকে মাদকমুক্ত রাখতে সহায়ক হবে।