মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ৫০ বোতল ফেনসিডিলসহ আশিকুর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের কাছে তিনি ‘
ফেনসিডিল সম্রাট’ নামে পরিচিত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চিকনমাট কুলিপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আশিকুর রহমান ওই
এলাকার মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, এসআই গণেশ চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় তার বাড়ি থেকে ৫০
বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, আশিকুর দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “আশিকুর রহমানকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলে
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”