বেরোবি প্রতিনিধি:
আবু সাঈদসহ একাধিক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুজ্জামান আরিফকে ভারতে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে তাকে আটক করে বিএসএফ। বর্তমানে তিনি ভারতের স্বরূপনগর থানায় রয়েছেন।
আরিফুজ্জামানের বাড়ি নীলফামারীতে। গত বছর রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি হয়ে ময়মনসিংহে যোগ দেওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। কর্মস্থলে অনুপস্থিতির কারণে তাকে সাময়িক বরখাস্তও করা হয়।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ রংপুর মহানগরের একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামি। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নেতৃত্ব দিয়ে বেধড়ক লাঠিচার্জ ও গুলির ঘটনায় তার ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দুই দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হবে।