সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা হাজী বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত হাজী বুলবুল আহমেদ (৫১) ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে এবং ১নং ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
ছাতক থানার এসআই মো. সিকান্দর আলী, এসআই মো. রেজাউল করিম ও এএসআই মো. ত্বোহা নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ছাতক ও কোম্পানিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বর্তমানে দুটি মামলায় তিনি অভিযুক্ত।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।