রাজবাড়ী জেলা (বালিয়াকান্দি) প্রতিনিধি:
দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রাজবাড়ী বালিয়াকান্দির গৃহবধু মোছাঃ রেনু বেগম (৫০)-এর সন্ধান চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে তার স্বামী ও তিন সন্তান। সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সন্ধানকারী স্বামী মোঃ বাবলু শেখ বলেন, “আমার স্ত্রী বিভিন্ন সময় নিজ বাড়ি থেকে ৮–১০ বার নিখোঁজ হয়ে গেছে। কখনও ফিরে আসে। কিন্তু সম্প্রতি আমার ভাগ্নের স্কুলছাত্রী কন্যা অপহরণের ঘটনায় স্থানীয় মনোয়ারসহ তার লোকজন নানা হুমকি দিয়েছে। হঠাৎ স্ত্রী বাড়ি থেকে অদৃশ্য হয়ে যায়। খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করছি, মনোয়ার ও তার লোকজন আমার স্ত্রীকে আটক রেখেছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।”
নিখোঁজ গৃহবধুর ছেলে মোঃ লিটন শেখ বলেন, “আমরা ছোটবেলা থেকে দেখেছি মা মাঝে মাঝে বাড়ি থেকে চলে যান। ১ জুলাই সকালে তিনি অপ্রত্যাশিতভাবে চলে যান। খোঁজাখুঁজির পর ২৫ আগস্ট বালিয়াকান্দি থানায় জিডি করি। এ সময় মনোয়ারের ভাই শাকিল আমাকে হুমকি দিয়েছে। আমরা মাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চাই।”
মেয়ে বন্যা জানান, “আমার মা নিখোঁজ হওয়ার কারণে বাবার বাড়িতে থাকতে হচ্ছে। আবার নানি মরিয়ম বেগম আমাদের এখানে এসে মিথ্যা ও হয়রানিমূলক অপপ্রচার চালাচ্ছেন। আমরা চাই, মা যেন খুঁজে পাওয়া যায়।”
বালিয়াকান্দি থানার এসআই আকবর জানান, বাবলু শেখ ও লিটন আদালতে দায়েরকৃত স্কুলছাত্রী অপহরণ মামলার স্বাক্ষী। তারা থানায় নিখোঁজ জিডি করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে রেনু বেগমের মা। বিষয়টি খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।
থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, “পুলিশ তদন্ত করছে। তদন্তে সত্যতা বের হলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”