মোঃ মোশাররফ হোসেন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে আদালত কর্তৃক জারি করা ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী মহল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আদালতের নোটিশ পাওয়ার পরও তারা রাস্তায় গেট ও দেয়াল প্রাচীর নির্মাণ অব্যাহত রেখেছে। ঘটনাটি ঘটেছে কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, মাহমুদপুর মৌজার জমির মালিক মো. শফিক মিয়া ও তার ভাইদের বসতবাড়ির যাতায়াতের রাস্তা দখল করতে চাচ্ছেন প্রতিপক্ষ আরিফুর রহমান ও হাসানুর রহমান (পুষ্প) নেতৃত্বাধীন একটি চক্র। শফিক মিয়া বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে ১৭ সেপ্টেম্বর আদালত ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ গত তিন দিন ধরে রাস্তায় নির্মাণকাজ চালাচ্ছে এবং তাদেরকে চাঁদাবাজিসহ হয়রানিমূলক মামলা দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে।
ছাতক থানার এসআই মহিউদ্দিন বলেন, “নোটিশ দেয়ার পরও কাজ চলছে। বিষয়টি ওসি সাহেবকে অবগত করেছি।” থানার ওসি শফিকুল ইসলাম খান জানিয়েছেন, “আদালতের নির্দেশ অমান্য করার প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”