নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৩টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে এবং পাথর উত্তোলনে ব্যবহৃত সব যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল। এর আগেও একাধিকবার অভিযান চালানো হলেও কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে নদী থেকে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৬ সদস্য সহায়তা করেন এবং পুলিশের একটি চৌকস দলও উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির জানান, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন সম্পূর্ণ আইনবিরুদ্ধ। কেউ এভাবে পাথর উত্তোলন করতে পারবে না এবং এই ধরনের অভিযান ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি