মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পুকুর থেকে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের লালকুড়াপাড় এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ডসহ মালামাল জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় ডিমলা থানার একদল পুলিশর টিম সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের প্রতি সর্বদা সতর্ক নজর রাখা হবে।