আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:
পলাশবাড়ীর পবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে ইউনিয়নের কয়েক হাজার মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমানের বিরুদ্ধে কয়েকজন সদস্য সরকারি ভিডব্লিউবি চাল বিতরণের ক্ষেত্রে চাঁদা দাবী করেছিলেন। রাজী না হওয়ায় তারা রোববার সকালে দেশীয় অস্ত্রসহ ইউপি কার্যালয়ে প্রবেশ করে, চেয়ার-সহকারী নাজমুল হাসানকে হুমকি দেন এবং কার্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দেন। এতে পরিষদের হিসাব ও চাল বিতরণের কাজ বাধাগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদে আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৫০ কেজির ৩০৬ বস্তা (১৫.৩০০ মেট্রিক টন) ভিডব্লিউবি চাল আছে। অভিযোগ আছে, ৫০ মেট্রিক টন চাল কয়েকজন ইউপি সদস্য বিতরণ না করে আত্মসাৎ করার চেষ্টা করেছেন।
বিরোধী ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্প ও সুবিধা নিজেদের কাছে রাখছেন এবং আমরা এর প্রতিকার চাই।
চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, “আমি ইউনিয়নের সকল মানুষের প্রতিনিধি। কোন ইউপি সদস্যকে আলাদা সুবিধা দিতে পারি না। তালা দেওয়ার ফলে অনেক মানুষ সেবা নিতে এসে ফেরত গেছে। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, লিখিত অভিযোগ এখনও পাননি, তবে দু’পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে।