মোঃ আতেফ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় আত তাকওয়া মসজিদের পাশে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে শফিকুর রহমানকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
গত ১৩ সেপ্টেম্বর সকালে পূবাইল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শফিকুরকে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে আর কখনো ঘোড়ার মাংস বিক্রি না করার অঙ্গীকারে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
স্থানীয়রা জানান, শফিকুর রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি করে আসছিলেন। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫টি ঘোড়া জবাই করে তিনি ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাংস সরবরাহ করতেন।