তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার মালিপাড়া স্লুইস ঘাট সংলগ্ন সড়কে তালতলী থানা পুলিশের বিশেষ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন তালতলী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব মল্লিক। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক পালানোর চেষ্টা করলে সন্দেহবশত তাদের থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের বহন করা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
১️⃣ আবু বক্কর (২৮), পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের সাঈদ হাওলাদারের পুত্র।
২️⃣ রুবেল মৃধা (৩০), তালতলী উপজেলার তাতিপাড়া গ্রামের আফজাল মৃধার পুত্র।
৩️⃣ সজল হাওলাদার (৩৫), একই এলাকার ইউসুফ হাওলাদারের পুত্র।
এসআই মাহবুব মল্লিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তালতলী ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, “আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি এই এলাকায় মাদক পাচার বেড়ে যাওয়ায় পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের এই অভিযান স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।