রিপোর্ট: মোঃ রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জে গাঁজা রাখার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল পরিচালিত আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার মৃত ফায়েজ উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৩০) এবং শিবগঞ্জ উপজেলার চণ্ডিপুরের মৃত মাহতাব আলীর ছেলে মো. মামুন (৫৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই জোড়বাগান থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। আব্দুস সালামের কাছে ১৫ গ্রাম এবং মামুনের কাছে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত আব্দুস সালামকে ১০ দিন এবং মো. মামুনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়াও প্রত্যেককে ২৫ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।