December 7, 2025, 2:28 am

বিআরটিএ অফিসে ঘুষ ফেরত চাওয়ায় সেবাগ্রহিতাকে মারধরের অভিযোগ

মোঃ-জাহিদুর-রহিম-মোল্লা

রিপোর্ট: মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি, রাজবাড়ী,

রাজবাড়ী বিআরটিএ অফিসে ঘুষের টাকা ফেরত চাওয়ায় এক সেবাগ্রহিতাকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১০টার সময় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মোঃ সুমন শেখ এই ঘটনায় শিকার হয়েছেন।

মোঃ সুমন শেখ অভিযোগ করেন, এক বছর আগে কাগজের জন্য সাড়ে ৮ হাজার টাকা জমা দিয়েছেন বিআরটিএর দালাল আক্রাম হোসেনের কাছে। সোমবার কাগজ নিতে অফিসে গেলে আক্রামুজ্জামান ব্যাংক স্লিপ দেখানোর কথা বলেন। এক বছর আগের স্লিপ কোথায় পাবেন জানতে চাইলে তাকে থাপ্পর মারেন। এ সময় আক্রাম হোসেনসহ ৪-৫ জন এলোপাথারীভাবে মারধর শুরু করে।

অভিযুক্ত রাজবাড়ী বিআরটিএর সিল কন্ট্রাক্টর আক্রামুজ্জামান মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ নাসির উদ্দিন বলেন,

“আক্রামুজ্জামান বিআরটিএর কেউ নয়, তিনি একজন বহিরাগত। সেবাগ্রহিতাকে মারধরের বিষয়টি এডিএমকে জানানো হয়েছে। আমি বাইরে আছি, পরে বিস্তারিত বলব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন