দক্ষিণ আফ্রিকার কাছে চট্টগ্রামে বিশাল পরাজয়, দলের মানসিকতা ও স্কিলে ঘাটতির কথা বললেন অধিনায়ক শান্ত
বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার ধারা অব্যাহত রেখে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৭৩ রানে হেরেছে টাইগাররা। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই পরাজয়ের পর দলের দুর্বলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, উন্নতির প্রয়োজন রয়েছে দলের মানসিকতা ও স্কিল—দুটো দিকেই।
চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব পিচে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে তুলেছে ৫৭৫ রান, যেখানে বাংলাদেশের দুই ইনিংস মিলে সংগ্রহ মাত্র ৩০২ রান। তৃতীয় দিনেই দুবার অলআউট হয়ে ম্যাচ হারের পর শান্ত বলেন, “আমাদের অনেক কিছুতে উন্নতি করতে হবে। মানসিকতায় সমস্যা তো আছেই, কিন্তু স্কিলের ক্ষেত্রেও অনেক জায়গায় ঘাটতি রয়েছে। শুধুমাত্র কিছুক্ষণ ভালো বোলিং করলেই হবে না, উন্নতি করতে হবে সবদিকেই।”
সিরিজে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটার সেঞ্চুরি করেছেন, যেখানে বাংলাদেশের ব্যাটারদের কেউই তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। দলীয় এই ব্যর্থতা নিয়ে শান্ত বলেন, “তারা দারুণ ক্রিকেট খেলেছে। আমরা যেমনটা খেলেছি, তা খুবই হতাশাজনক।”
এর আগে মিরপুরের প্রথম টেস্টেও দলের ব্যাটিং বিপর্যয় নজরে এসেছিল। শান্তর মন্তব্যে স্পষ্ট, সামনে উন্নতির জন্য মানসিক ও টেকনিক্যাল দিকগুলোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।