‘চক্কর ৩০২’ নিয়ে আসছেন শরাফ আহমেদ জীবন: প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে নতুন অভিজ্ঞতা
বিজ্ঞাপন, নাটক ও অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন শরাফ আহমেদ জীবন। প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’ নিয়ে সম্প্রতি তিনি কথা বলেছেন কালবেলার সঙ্গে, যেখানে তুলে ধরেছেন তার এই জার্নি ও প্রত্যাশার কথা। সিনেমাটি বর্তমানে সেন্সর বোর্ডে রয়েছে এবং শিগগিরই মুক্তির অপেক্ষায়।
জীবন বলেন, “আমার নির্মাতা হিসেবে যাত্রা শুরু হয়েছিল ফিকশন নির্মাণ দিয়ে, এরপর বিজ্ঞাপন, নাটক, আর এবার সিনেমা। তবে সিনেমার অভিজ্ঞতা একেবারেই আলাদা। আমাদের গল্পটি নিয়েই দীর্ঘদিন কাজ করতে হয়েছে। আমার বিশ্বাস, সিনেমার জন্য নিজেদের গল্পই আমাদের প্রয়োজন। সেই ভাবনা থেকেই গল্পের কনসেপ্ট নিয়ে আমার প্রধান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাহিদের সঙ্গে আলোচনা করি এবং সরকারি অনুদানের জন্য জমা দিই। অনুদান পেয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি। এখন সিনেমাটি সেন্সরে আছে, আশা করি ভালো কিছু ফল আসবে।”
সিনেমার পোস্টার প্রকাশে দর্শকদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। এক বিশেষ পোস্টারে মোশাররফ করিমকে পিস্তল হাতে দেখা গেছে, যা নিয়ে তৈরি হয়েছে রহস্যময় আবহ। জীবন জানান, দর্শকদের কৌতূহল জাগানোর জন্যই এই টুইস্টটি রাখা হয়েছে। মুক্তির তারিখ সম্পর্কে তিনি বলেন, “সেন্সর ছাড়পত্র পেলে একটি উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।”
‘চক্কর ৩০২’ সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন মোশাররফ করিম, যার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী রিকিতা নন্দিনী শিমু।