গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন না পাওয়া এবং ডরিন গার্মেন্টস বন্ধের প্রতিবাদে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর বিক্ষুব্ধরা আশুলিয়ার অ্যামাজন নিটওয়ার্ক কারখানায় অগ্নিসংযোগ করেন।
চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আজ সকাল ৯টা থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে, ডরিন গার্মেন্টসের শ্রমিকরা কারখানা বন্ধ ও ১৩ জন স্টাফকে ভিতরে ঢুকানোর প্রতিবাদে একই সড়কে বিক্ষোভ চালিয়ে যান।
দুপুরের দিকে, বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়ার কলতাসুতি এলাকায় অ্যামাজন নিটওয়ার্ক কারখানায় যান এবং শ্রমিকদের বেরিয়ে আসার আহ্বান জানান। এ সময় ওই কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে ৫ জন আহত হন। এর পর, বিক্ষুব্ধরা ওই কারখানায় আগুন ধরিয়ে দেন, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় আগুন দেয়া হয়। এ পরিস্থিতিতে আশেপাশের কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।