শাহবাগ থেকে হারিয়ে গেছে ২০ বছর বয়সী এক যুবক !!
এলাকার পরিচিত এক লোকের সাথে ঢাকায় আসেন শাহনেওয়াজ(২০)। তারপর গত ১৮ নভেম্বর থেকে এখনো তার কোনো খোজ মেলেনি। তার আপন ভাই সুলতান মাহমুদ(৩০) জানান ১৮ নভেম্বর শাহবাগ থেকে হারিয়ে যায় শাহনেওয়াজ। শাহনেওয়াজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার গ্রামের ঠিকানা বেঙ্গাউতা, ইউপি,চাপরতলা, উপজেলা নাসিরনগর, জেলা -বি-বাড়িয়া।
তার ভাই আবেগ প্রবণ হয়ে আগামী সকালের সাংবাদিকদের জানান কেউ তার খোজ পেলে যেনো তার সাথে যোগাযোগ করেন।
যোগাযোগ নাম্বারঃ ০১৭৭৯-৬১০২৭৫
আমার ছোট ভাই, মোঃশাহানেওয়াজ তার ৪-৫ দিন ধরে খুঁজে পাইনি। মহান আল্লাহ তা আলা দেন থাকে একজন ভালো মানু্ষের কাছে তুলে দেন।