January 11, 2025, 4:27 pm

বগুড়ায় রথযাত্রায় ৫ জনের মৃত্যু,কার্তিক সাহা’র শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় রথযাত্রায় ৫ জনের মৃত্যু,কার্তিক সাহা’র শোক প্রকাশবগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তাহেরপুর রথযাত্রা পরিচালনা কমিটির আহবায়ক ও তাহেরপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী কার্তিক সাহা।

সোমবার (৮ জুলাই) এক বার্তায় তিনি বলেন,বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।
প্রসঙ্গত, রোববার (৭ জুলাই) ছিল সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। এদিন পূণ্য লাভের আশায় বগুড়ায় হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে নিয়ে মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু আনন্দের এই রথযাত্রা মুহূর্তেই পরিণত হয় শবযাত্রায়। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়। আহত হন অনেকেই।#

 

মহ/ দৈনিক বাংলার তরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন