ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান। সোমবার বিকেলে তিনি রেলওয়ে কলোনিস্থ মহামায়া পূজামণ্ডপ, শিববাড়ি পূজামণ্ডপ ও কালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির।
উপ-মহাপরিচালক জিয়াউল হাসান কমিটির নেতাদের কাছে জানতে চান, পূজা উপলক্ষে কোনো সমস্যা বা আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে কি না। নেতৃবৃন্দ জানান, এবারের পূজা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই মিলেমিশে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করলেই প্রকৃত অর্থে এর সার্থকতা আসে।”
সুনামগঞ্জ জেলায় এ বছর মোট ৪২৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন প্রায় ২ হাজার ৬৫২ জন আনসার ভিডিপি সদস্য, যারা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
উপ-মহাপরিচালক জিয়াউল হাসান দায়িত্বশীলভাবে ডিউটি পালনের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহযোগিতা কামনা করেন।