ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সেবা রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি ইসলামপুর পোদ্দারপাড়া পূজামণ্ডপ, রাধা গোবিন্দ জিউর মন্দিরসহ অন্যান্য পুজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সাবধান থাকতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যে প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান।
পরিদর্শনে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান, সহকারী কমিশনার ভূমি রেজোয়ান ইফতেকার, অফিসার ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমান, বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলায় মোট ১৯টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরদের পূজা অনুষ্ঠিত হচ্ছে।