বিশ্ব ফুটবলে রোনালদো নিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন সৌদি আরবের সাবেক গোলকিপার।
ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল দুনিয়ার মহাতারকা, তাকে নিয়ে মানুষের আগ্রহের কোনো সীমা নেই। এবার এই তারকাকে ঘিরে চাঞ্চল্যকর এক তথ্য জানালেন আল নাসর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। তার দাবি, রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী।
জিও সুপারের প্রতিবেদন
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও সুপারের এক প্রতিবেদনে উঠে এসেছে রোনালদোর ইসলাম গ্রহণের সম্ভাবনার বিষয়টি। ওয়ালিদ আব্দুল্লাহ জানান, রোনালদো সৌদি আরবের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং ইসলাম গ্রহণে আগ্রহ দেখিয়েছেন।
গোলের পর সিজদা ও আজানের প্রতি শ্রদ্ধা
ওয়ালিদ আব্দুল্লাহ বলেন, “রোনালদো গোল করার পর সিজদায় লুটিয়ে পড়েন। আজানের সময় অনুশীলন বন্ধ রাখার জন্যও তিনি কোচকে অনুরোধ করেন। রোনালদো খেলোয়াড়দের ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন। তিনি সৌদি আরবের কালচার সম্পর্কে জানার জন্য সবসময় কৌতূহলী ছিলেন।”
ইসলামের প্রতি আগ্রহ
রোনালদোর ইসলাম গ্রহণ নিয়ে অতীতেও গুঞ্জন ছিল। চলতি বছরের জানুয়ারিতে তার ধর্মান্তরের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও সেটি পরে গুজব বলে প্রমাণিত হয়। তবে এবার ওয়ালিদের এই বক্তব্য আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সতীর্থদের অভিজ্ঞতা
রিয়াল মাদ্রিদের আরেক তারকা করিম বেনজেমা এবং মেসুত ওজিল অতীতে বলেছেন, রোনালদো ইসলামের প্রতি আগ্রহী। তার বিনম্রতা, শৃঙ্খলা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা ফুটবল দুনিয়ায় আলাদা নজর কাড়ে।
রোনালদোর ভবিষ্যৎ সিদ্ধান্ত
রোনালদো ইসলাম গ্রহণ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তার প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা শুধু ফুটবল নয়, মানবিক দিক দিয়েও তার অবস্থানকে উচ্চস্থানে নিয়ে গেছে।
বিশেষ দ্রষ্টব্য:
এই প্রতিবেদনটি সৌদি আরবের সাবেক গোলকিপার ওয়ালিদের বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি। রোনালদোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।