মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ ইসলামপুরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে সজিব (১৩) নামের এক টোকাইয়ের ডান হাতের কব্জি থেকে আঙুল উড়ে গেছে। বিস্ফোরণে তার বাম হাত এবং তলপেটেও গুরুতর আঘাত লেগেছে। সজিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সজিব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে।
ঘটনার বিবরণ:
রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে মিতু বেকারির সামনের ময়লার ভাগাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ময়লার ভাগাড়ে বোতল কুড়াতে আসা এক কিশোর বিস্ফোরণে আহত হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত নয় তারা।
আহত সজিব জানান, “ময়লার মধ্যে একটি সাদা বলের মতো বস্তু পাই। টান দেওয়ার সঙ্গে সঙ্গে এটি ফেটে যায় এবং জোরে শব্দ হয়।”
সজিবের বাবা রাজু শেখ বলেন, “নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা বোতল কুড়াতে এসেছি। আমার দুই ছেলে সঙ্গে ছিল। তবে এটি কী বস্তু ছিল, বলতে পারছি না।”
চিকিৎসকের মন্তব্য:
মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, “বোমা জাতীয় বস্তুর বিস্ফোরণে সজিবের হাতের আঙুল উড়ে গেছে। তাছাড়া তার তলপেটে ও গোপনাঙ্গে আঘাত লেগেছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তাই দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”
পুলিশের অবস্থান:
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে জানান, “আমি এ বিষয়ে অবগত ছিলাম না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এবং এর পেছনের কারণ তদন্ত করা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও সুরক্ষার দাবি জানিয়েছেন।