December 7, 2025, 3:31 am

সুনামগঞ্জে মৌলা ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনা

সুমন আহমদ সিলেট

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের মৌলা ব্রীজ এলাকায় মর্মান্তিক এক্সিডেন্টে এক জন নিহত এবং একজন আহত হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) রাত ৮টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ব্রীজ থেকে নিচে পড়ে গেলে মোঃ জয়নাল (৪০) নামের ব্যক্তি নিহত হন। তার সঙ্গে থাকা ছোট ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জয়নাল নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁ গ্রামের মোঃ রইছ আলীর পুত্র।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় থাকা মৌলা ব্রীজ প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে আসছে। ইতিমধ্যেই প্রায় তিনটি দুর্ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে নতুন সেতু নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছেন, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন