December 23, 2024, 4:05 am
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

অর্থ সংকটের কারণে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা !!

মোঃ নিজামুল ইসলাম

চট্টগ্রামের আনোয়ারায় মো. রফিক (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

রফিক স্থানীয় খায়ের আহমদের ছেলে। তার স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। তিনি পেশায় একজন চায়ের দোকানের কর্মচারী।

এ বিষয়ে আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, রফিক কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিল, লোকজনের থেকে টাকা নিয়ে রফিক ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিবারে মা-বাবা ও তিন ভাই থাকলেও সবাই পৃথকভাবে থাকেন। মঙ্গলবার দুপুরে রফিক তার স্ত্রী-সন্তানকে শ্বশুর বাড়ি রেখে আসেন। রাত ৯টার দিকে দরজা বন্ধ করে ঘরের ভেতর রশি দিয়ে রফিক ফাঁস দেয়। প্রতিবেশীরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থ সংকটের কারণে সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

 

সুত্রঃ আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন