July 30, 2025, 6:18 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

শহীদ মুখতার ইলাহী হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য কক্ষ বরাদ্দ কার্যক্রম উদ্বোধন

মিরাজ হুসেন প্লাবন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য ৮৫টি কক্ষ বরাদ্দের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) দুপুরে হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আনুষ্ঠানিকভাবে এই

কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আবাসিক শিক্ষার্থীদের জন্য পড়ালেখার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শীঘ্রই শিক্ষার্থীদের

সুবিধার্থে ক্যাম্পাসে সেলুন, লন্ড্রি এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা চালু করা হবে।” তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে

অংশগ্রহণের আহ্বান জানান।

কক্ষ বরাদ্দ প্রক্রিয়ায় একাডেমিক ফলাফল, দূরত্ব, অর্থনৈতিক অবস্থা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথমবারের মতো

লটারি পদ্ধতির মাধ্যমে এই বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রভোস্ট ত্বহা হুসাইন। এছাড়াও অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং বিভিন্ন বিভাগের সহকারী প্রভোস্টরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্বাস, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের বসবাসের অভিজ্ঞতা

আরও উন্নত করবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন