January 9, 2025, 5:34 am
শিরোনাম :
কুবিতে শীত নিয়ে রম্য বিতর্ক: ‘শীত মানেই আমি’ কুবিতে ‘নতুন সূর্যোদয়’-এর উদ্যোগে আলোচনা সভা: ‘আজকের চিন্তায়, আগামীর ক্যাম্পাস’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষক প্রফেসর পদে পদোন্নতি লাভ যে হাতে চাঁদাবাজি করবে, সে হাত ভেঙে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ মৃত্যুহার ৭১%! খেজুরের কাঁচা রস ও বাদুড়ের খাওয়া ফল এড়িয়ে চলুন। গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখে বুকে টেনে নিলেন তারেক রহমান !! শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন মক্কায় দেখা মিললো শাহরুখ-গৌরীর ছবি, ‘ধর্ম বদল’ নিয়ে যা জানা গেল জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬

শহীদ মুখতার ইলাহী হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য কক্ষ বরাদ্দ কার্যক্রম উদ্বোধন

মিরাজ হুসেন প্লাবন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য ৮৫টি কক্ষ বরাদ্দের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) দুপুরে হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আনুষ্ঠানিকভাবে এই

কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আবাসিক শিক্ষার্থীদের জন্য পড়ালেখার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শীঘ্রই শিক্ষার্থীদের

সুবিধার্থে ক্যাম্পাসে সেলুন, লন্ড্রি এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা চালু করা হবে।” তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে

অংশগ্রহণের আহ্বান জানান।

কক্ষ বরাদ্দ প্রক্রিয়ায় একাডেমিক ফলাফল, দূরত্ব, অর্থনৈতিক অবস্থা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথমবারের মতো

লটারি পদ্ধতির মাধ্যমে এই বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রভোস্ট ত্বহা হুসাইন। এছাড়াও অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং বিভিন্ন বিভাগের সহকারী প্রভোস্টরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্বাস, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের বসবাসের অভিজ্ঞতা

আরও উন্নত করবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন