July 9, 2025, 6:02 pm

পিনাকী ভট্টাচার্যের নতুন বই আলোচনার কেন্দ্রে

মিরাজ হুসেন প্লাবন

জনপ্রিয় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের নতুন বই “Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris” ইতোমধ্যেই বইপ্রেমীদের মন জয় করে নিয়েছে। বইটি আমাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে দ্বিতীয় স্থানে বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে।

এছাড়া, গ্লোবাল র‌্যাংকিংয়ে বইটির অবস্থান ২৯,১২৮ (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।

গল্পের মূল সুর:
বইটিতে প্যারিসে বসবাসরত এক বাংলাদেশি শরণার্থীর গল্প বর্ণিত হয়েছে, যিনি মহামারির কঠিন সময়ে তার একাকিত্ব দূর করেছেন একটি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে। ইঁদুরটির নাম দেন তিনি ‘ফুলকুমারী’। প্রতিদিন ফুলকুমারীকে একটি করে গল্প শোনানোর মাধ্যমে তিনি তার জীবনের স্মৃতিময় অতীতের পাতা উন্মোচন করেন। এই গল্পগুলোতে উঠে এসেছে বিপ্লব, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ, এবং পরিবারের স্মরণীয় মুহূর্ত।

লেখকের প্রতিক্রিয়া:
লেখক পিনাকী ভট্টাচার্য বইটির সাফল্যে উচ্ছ্বসিত। এক ফেসবুক পোস্টে তিনি জানান,

“বইটি ইতোমধ্যে বেস্ট সেলার তালিকায় এসেছে। গ্লোবাল র‌্যাংকিংও বেশ ভালো অবস্থানে রয়েছে। আমি দেখব, গ্লোবাল র‌্যাংকে আরও কতদূর এগোনো সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন,

“ইন্ডিয়ান লেখকদের ডায়াসপোরা খুব বড়, যা তাদের র‌্যাংকিংয়ে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু আমার বিশ্বাস, এই বই ভালো করবে। ভালো করলে লেখালেখিতে পুরোপুরি মনোযোগ দেবো এবং শুধু ফিকশন লিখবো।”

সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে বইটির গুরুত্ব:
“Fulkumari” একটি অনন্য গল্প যা মহামারি, শরণার্থীদের জীবন এবং ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়ে মানবিকতার নতুন দিক উন্মোচন করে। এর ব্যতিক্রমধর্মী বিষয়বস্তু ও উপস্থাপনা বইটি আন্তর্জাতিক পাঠকদের কাছেও জনপ্রিয় করে তুলেছে।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন