July 9, 2025, 2:30 pm

দীর্ঘ দেড় যুগ পর হাওর এলাকায় লুৎফুজ্জামান বাবরের আগমনে উচ্ছ্বাস

সৈয়দ মাকসুমুল হক জেলা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের দীর্ঘ দেড় যুগ পর হাওর এলাকায় আসার খবরে মোহনগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত মোহনগঞ্জবাসী।

জনাব বাবরের একনিষ্ঠ কর্মী গোলাম সারোয়ার নাঈম বলেন, “দীর্ঘদিন পর হাওরে তাঁর আগমনে লাখো মানুষের ঢল নামবে।” মোহনগঞ্জ, মদন, এবং খালিয়াজুড়ি থেকে হাজার হাজার নেতা-কর্মী এবং সাধারণ মানুষ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে উদগ্রীব।

পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম জানান, “লুৎফুজ্জামান বাবর মুক্তি পাওয়ার পর তাঁকে স্বাগত জানাতে দুই লাখেরও বেশি মানুষ ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।”

উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান বলেন, “জনাব বাবরের এলাকায় ফিরে আসার পর মোহনগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হতে পারে। জেলার নেতা-কর্মীরা তাঁর দিকনির্দেশনার জন্য অপেক্ষায় রয়েছেন।”

জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা হাবিবুন্নবী সোহেল বলেন, “বাবর সাহেবের পরামর্শক্রমে নতুন কমিটি গঠন করা হবে।”

হাওরবাসীর আবেগময় প্রতিক্রিয়া সম্পর্কে পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল বলেন, “হাওর পাড়ের সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি ও নেত্রকোনায় শতাধিক মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে।”

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর বাবরের মুক্তির খবর এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণ করেছে। তাঁর আগমনের দিনটিকে কেন্দ্র করে এলাকাজুড়ে উচ্ছ্বাস ও উদ্দীপনার স্রোত বইছে। এখন শুধুই অপেক্ষা হাওরের প্রিয় এই নেতার ফিরে আসার।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন