কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পোলিং এজেন্ট সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
গত ৩০ জুন (সোমবার) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম পর্বে মহিলা পোলিং এজেন্টদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরবর্তী পর্বে বিকেল ৫টা থেকে শুরু হয় পুরুষ পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রম।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মোঃ বেলাল হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস এবং জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার রেজাউল করিম, উপজেলা সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি প্রমুখ।
প্রধান অতিথি মোঃ বেলাল হুসাইন পোলিং এজেন্টদের দায়িত্ব সম্পর্কে বলেন—
“একজন পোলিং এজেন্টের প্রধান কাজ হলো ভোটগ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে পর্যবেক্ষণ করা। ভোটারদের সঠিকভাবে শনাক্তকরণ, ভোটের গোপনীয়তা রক্ষা এবং ভোট কেন্দ্রের যেকোনো অনিয়মে প্রিজাইডিং অফিসারকে অবগত করাই তাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন,
“আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে আমাদের জনশক্তি সুসংগঠিত করতে হবে। ভোটকেন্দ্রের আশপাশে দলীয় উপস্থিতি নিশ্চিত করে ভোটারদের আস্থা বাড়াতে হবে।”
প্রশিক্ষণে ভোটকেন্দ্র সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।